ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় নৌকা ডুবে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৭

নওগাঁয় পৃথক ঘটনায় নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার দিনের পৃথক সময়ে জেলার মান্দা ও পোরশা উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মান্দা উপজেলার চকরাজাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে স্বাধীন (১৩) ও পোরশা উপজেলার অনাথপুর গ্রামর শুকুরদির ছেলে মাহবুর রহমান (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মান্দা উপজেলার গুদাবিলা নামক বিলে নৌকা করে স্বাধীনসহ ১০-১২ পার হচ্ছিল। নৌকাটি বিলের মাঝামাঝি পৌঁছলে ঝড় শুরু হয়। ভারসাম্য রক্ষা করতে না পারায় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে পারলেও স্বাধীন পানিতে ডুবে মারা যায়।

এছাড়া, বিকেল ৫টার দিকে পোরশার পূনর্ভবা নদীতে ডিঙি নৌকায় ১৫ জন যুবব নৌকা ভ্রমণ করছিল। এ সময় নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা অন্যদের উদ্ধার করতে পারলে মাহবুরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পােরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মঞ্জুরুল ইসলাম নৌকা ডুবে নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/এএম/এমএস