ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুলাভাইয়ের শাবলের আঘাতে শ্যালকের মৃত্যু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুলাভাইয়ের শাবলের আঘাতে রানা মিয়া (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া ব্যাপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপারীপাড়া গ্রামের মস্কর মিয়ার জামাই বাবু মিয়া মাদকাসক্ত ছিল। এনিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে নেশা করা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবু মিয়া শাবল দিয়ে তার চাচা শ্বশুর মোজাম্মেল মিয়ার ছেলে রানা মিয়াকে (১২) আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাবু মিয়া ও তার ভাই ভজ মিয়াকে আটক করেছে।

বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শুভ্র মেহেদী/আরএআর/জেআইএম