ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদকসেবীদের ছবি তোলায় দুই সাংবাদিককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১০:৪১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন সংলগ্ন এলাকা মাদকসেবনকারীদের ছবি তুলতে গিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক নূরুল আলম বাকু (৫৫) ও সাংবাদিক রাজিব হাসান রাজু (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক বাকু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে এবং দৈনিক ইনকিলাব পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি এবং রাজু একই উপজেলার আজমপুর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে ও মাসিক নির্ভিক পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি।

জানা যায়, মঙ্গলবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক স্টেশন সংলগ্ন এলাকায় ৬-৭ জন যুবক মাদকসেবন করছিল। এ সময় সাংবাদিক নুরুল আলম বাকু ও রাজিব হাসান রাজু তাদের ছবি দূর থেকে ক্যামেরায় ধারণ করেন।

এ খবর জানতে পেরে ৬-৭ জন দুর্বৃত্ত সাংবাকিদের ঘিরে ফেলে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এরপর ক্যামেরায় ধারণকৃত ছবি নষ্ট করে ক্যামেরা ফেলে চলে যায়। স্থানীয়রা সাংবাদিকদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল জানান, যুবলীগ নেতা আব্দুর রহমানের ভাইসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সালাউদ্দিন কাজল/এএম/আইআই