ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১১:৩২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

নওগাঁর রানীনগর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের মারপিটে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে ছোট ভাইসহ অন্যরা পলাতক আছেন।

বুধবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে কশবা মাঠে এ ঘটনা ঘটে। নিহত পারেশ আলী মোল্লা (৬৫) উপজেলার পাঁচুপার ইউনিয়নের একডালা মধ্যপাড়া গ্রামের কাজেম আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি ২ কাঠা জমি নিয়ে বড় ভাই পারেশ আলীর সঙ্গে ছোট ভাই আজাদ মোল্লার দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল।

বুধবার সকাল ৬টার দিকে কশবা মাঠে ছেলে বাবু মোল্লার সঙ্গে পারেশ আলী জমি থেকে ধানের চারা তুলছিলেন। এ সময় ছোট ভাই আজাদ মোল্লা ৪-৫ জনকে সঙ্গে নিয়ে সেখানে গেলে বড় ভাইয়ের সঙ্গে কথাকাটাটি হয়।

একপর্যায়ে পারেশ আলীকে কিলঘুষি মারে ছোট ভাই। সেখান থেকে পারেশ বাড়িতে চলে আসছিলেন। পথিমধ্যে গ্রামের পাঁচুপুর বাজারে আবারও পারেশকে মারপিট করা হয়।

এতে মাটিতে লুটিয়ে পড়েন বড় ভাই পারেশ। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলার কালিগঞ্জ বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক আছে।

রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে বাবু মোল্লা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

আব্বাস আলী/এএম/জেআইএম