ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের পক্ষ থেকে শরীয়তপুরে ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শরীয়তপুরে নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মহাপরিদর্শক একেএম শহীদুল হক। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় নড়িয়া উপজেলার শহীদ মিনার চত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়।

নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. এহসান শাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌকিদার ও ভূমখাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান বালা প্রমূখ।

igp

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া ও জাজিরা উপজেলার ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে চাল ৮ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, পিয়াঁজ ১, আলু ২ কেজি, চিড়া ১ কেজি, গুড় ২৫০ গ্রাম ও ১০০ গ্রাম করে শুকনা মরিচ বিতরণ করা হয়।

মো. ছগির হোসেন/এফএ/আইআই

আরও পড়ুন