বাল্যবিয়ের দায়ে কাজীসহ ৩ জনের কারাদণ্ড
প্রতীকী ছবি
লালমনিরহাট জেলার কালীগঞ্জে বাল্যবিয়ের দায়ে কাজীসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত হলেন, উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের আব্দুস সামাদের ছেলে নিকাহ রেজিস্ট্রার এনামুল হক (৪০), মেয়ের চাচা রেফাজ উদ্দিন (৫৫) এবং আব্দুল করিম (২৭)।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের সোলেমান আলীর বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ওই রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান আটক তিনজনকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, চলবলা ইউনিয়নের নিথক গ্রামের সোলেমান আলীর মেয়ে সম্পা খাতুনের (১৩) বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
রবিউল হাসান/এআরএ/আরআই