ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে মেয়ে সেজে প্রতারণা, গ্রেফতার ১১

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

অশ্লীল ছবি ও ভুয়া ফেসবুক আইডি এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে নাটোরে ১১ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল শুক্রবার রাতে লালপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেফতারদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেফতাররা সবাই লালপুর উপজেলার নাগশোষা মহরকয়া গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরেই বিভিন্ন নামে ও বিভিন্ন অশ্লীল ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে এবং মোবাইলে ম্যাজিক ভয়েসের মাধ্যমে কণ্ঠ পরিবর্তন করে মেয়ে সেজে প্রতারণাসহ প্রবাসীদের ব্ল্যাকমেইল করে টাকা আদায় করছিল।

দীর্ঘদিন অনুসন্ধান শেষে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে লালপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মেহেদী হাসান, আসাদুল ইসলাম, নাজমুল হক, সাগর আহমেদ, শিমুল হোসেন, লালন উদ্দিন, মুহাইমিনুল আবির, হাবিবুর রহমান, জুয়েল রানা, শাহাদৌলা ইসলাম ও আসাদুজ্জামান।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করে প্রেসব্রিফিং করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।

শনিবার দুপুরে গ্রেফতারদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

আরও পড়ুন