ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তেঁতুলিয়ায় ভুয়া সিআইডি অফিসার আটক

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে এক সহযোগীসহ আবুল কালাম (২৮) নামে এক ভুয়া সিআইডি অফিসারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপরে উপজেলার ভূতিপুকুর সীমান্তের ৭৩৮ মেইন পিলারের ১নং সাব পিলার এলাকায় প্রথমে আবুল কালামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় একই এলাকা থেকে শামীম আহমেদ (২৯) নামে তার সহযোগীকে আটক করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে ওই সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আবুল কালাম। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখান। কিন্তু তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তার আসল পরিচয় বেরিয়ে আসে। এরপর তার দেওয়া তথ্য মতে সন্ধ্যায় বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকা থেকে শামীম আহমেদকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটক আবুল কালাম সিলেটের কানাইহাট উপজেলার মালিগ্রাম এলাকার আব্দুর রহমানের ছেলে এবং শামীম আহমেদ একই উপজেলার নখাই গ্রামের মকবুল হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে সিলেটের কানাইহাট থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তেঁতুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুস সবুর জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হবে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল আল হাকিম মো. নওশাদ বলেন, তারা মূলত অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনা করছিলেন।

সফিকুল আলম/এসআর

আরও পড়ুন