জিপিএ-৫ এর খবরেও দেখতে আসেনি বাবা

সপ্তাহে ৩ দিন ট্রাউজার সেলাই করে মহাজনের দোকানে পৌঁছে দিলে ১২০ টাকা হাতে পায় জয়পুরহাটের ভাদশা ইউনিয়নের গুচ্ছগ্রামের নূরবানু নামে এক সংগ্রামী নারী। আর সেই টাকা দিয়ে কোন মতে সংসার চালানোর পাশাপাশি ছেলে নূরনবীর পড়াশোনা চালিয়ে আসছেন তিনি।
এদিকে, ছেলে ও মায়ের পরিশ্রমকে স্বার্থক করে ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার পর এবারের এসএসসি পরীক্ষাতেও ভাদশা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
আর এ খবরে নূরনবীর বাবা বাবলু মিয়া ছেলের সঙ্গে দেখা পর্যন্ত করতে আসেনি। ছোট একটি কুঁড়ে ঘরে হতভাগ্য মাকে নিয়ে নূরনবীদের সংসারে আরো ২ ভাই-বোন রয়েছে। বাবা ৭ বছর আগে স্ত্রী-সন্তান রেখে রংপুরের বৈরাগীগঞ্জ এলাকায় ২য় বিয়ে করে নতুন সংসার পাতায় কোন খোঁজ খবর রাখেন না।
ভাদশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চৌধুরী জানান, মেধাবী ছাত্র নূরন্নবী আঁধার ঘরে যেন চাঁদের আলো। এমন দরিদ্র মেধাবীদের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসএস/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ে পেরেক ফুটলো কিশোরের, ডাক্তার দিলেন জলাতঙ্কের ভ্যাকসিন
- ২ সৈকতে ভেসে এলো যুবকের মরদেহ, নিখোঁজ চবি শিক্ষার্থীর বলে ধারণা
- ৩ মাদকবিরোধী অভিযানে গিয়ে লুটের ঘটনায় ধরাছোঁয়ার বাইরে ‘মূলহোতা’
- ৪ তিন নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন পরশুরাম
- ৫ নদীর পর ‘গ্রিন ফ্যাক্টরি’ অ্যাওয়ার্ডও দখলে এক্স সিরামিকের!