ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আসছে দুর্গোৎসব, ব্যস্ত প্রতিমা কারিগররা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

শরতের কাশফুল আর আকাশের সাদা মেঘ বলে দিচ্ছে দেবী আসছেন। মেহেরপুরে এবার ৩২টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। বছরের অন্য সময় খুব একটা কাজ না থাকলেও দুর্গাপূজার সময় প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা বাড়ে কয়েকগুন। প্রতিবারের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারবেন বলে আশা পূজা উদযাপন কমিটির। এ উৎসবকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার।

মেহেরপুরের পুরোহিত সঞ্জয় কুমার মুখার্জী জাগো নিউজকে জানান, দরজায় কড়া নাড়ছে দুর্গোৎসব। ১৯ সেপ্টেম্বর মহালয়া। চন্ডিপাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। হিন্দু সম্প্রদায়ের মতে এদিন ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে স্বর্গলোক থেকে মত্যলোকে আসবেন মা দুর্গা। পঞ্জিকা মতে এবার দেবীর আগমন নৌকায়, গমন দৌলায়। ফলে পৃথিবিতে এবার প্রচুর পরিমাণ শষ্য উৎপাদন হবে এবং শান্তি প্রতিষ্ঠত হবে।

তিনি জানান, ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৭ তারিখে সপ্তমী, ২৮ তারিখে মহাঅষ্টমী, ২৯ তারিখে মহানবমী ও ৩০ তারিখ দেবীদুর্গাকে বিষর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

meherpur

এদিকে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত কারিগররা। দম ফেলার ফুরসত নেয় তাদের। বিচালি ও কাঁদামাটি দিয়ে কারিগরদের নিপুন হাতের ছোয়ার তৈরি হচ্ছে দেবী দুর্গা, স্বরসতী, কার্তিক, গণেশসহ বিভিন্ন প্রতিমা। ছোট মণ্ডপের প্রতিমা তৈরিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা ও বড় মণ্ডপের প্রতিমা তৈরিতে কারিগররা নিচ্ছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা।

দেবী পর্বের সূচনা থেকেই প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকে, বিশ্ব মঙ্গলময় হয় মায়ের কাছে এমন প্রার্থনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গোৎসবকে কেন্দ্র করে শিশুদের মাঝেও সাজ সাজ রব।

মেহেরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ জনান, দুর্গোৎসবকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপন করতে পারবেন বলে জানান তিনি।

মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান জানান, পূজাকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আনছার, র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবে নিরাপত্তা বাহিনী।

আসিফ ইকবাল/এফএ/এমএস

আরও পড়ুন