ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিমলায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:২২ এএম, ১৩ জুন ২০১৫

নীলফামারীর ডিমলায় গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের নিখোঁজ আব্দুল মালেক (২২) নামের এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে গ্রাম্য পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত যুবক ওই গ্রামের মানিক খানের ছেলে। সে মৃগী রোগে ভুগছিল।

গয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকাল থেকে যুবকটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পরে গ্রাম্য পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এসএস/এমএস