সৈকতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া যুবক মো. ভুট্টুর (২২) মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সাগরের নাজিরারটেক পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মো. ভুট্টু (২২) শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মুহাম্মদ মনুর ছেলে।
ভুট্টুর ছোটভাই মো. সাকিব জানান, শুক্রবার সকালে তারা একসঙ্গে প্রায় ২০ জন সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামে। এসময় ‘সাঁতারে পটু’ তার ভাই ভুট্টু হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। এসময় অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি। পরে রাত আড়াইটার দিকে নাজিরারটেক থেকে মরদেহটি পাওয়া যায়। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে বাহারছাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মহসীন শেখ জানান, কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে ভুট্টুর মা মারা যান। অসহায় ও দরিদ্র পরিবারের একমাত্র সম্বল ছিল ভুট্টু। এখন তাকেও হারিয়ে শোকের মাতম চলছে তার পরিবারে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম