ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর আরিফুল ইসলাম (১৩) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টায় বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ওয়াপদা বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম (১৩) পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের শহিদ শেখের (শহিদ কসাই) ছেলে ও শেরনগর ফাজিল সিনিয়র মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার সন্ধ্যায় মাদরাসা ছাত্র আরিফুল মুকুন্দগাঁতী বাজার এলাকা থেকে নিখোঁজ হয়। এরপর আত্মীয় স্বজন ও তার বন্ধু-বান্ধবদের বাড়িতে তার খোঁজ করেও পাওয়া যায়নি। এ বিষয়ে তার বাবা বাদী হয়ে থানায় একটি জিডি করেন।

সোমবার সকালে মুকুন্দগাঁতী ওয়াপদা বাঁধ এলাকায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে আরিফুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মুকুন্দগাঁতী ওয়াপদা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

আরও পড়ুন