ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরকার নিজেই দেশে চালের সঙ্কট সৃষ্টি করেছে

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

সরকার নিজেই চালের সঙ্কট সৃষ্টি করায় চালের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে পারেনি। চালের দাম আকাশচুম্বী হয়ে গেছে। সাধারণ মানুষ চাল কিনতে পারছে না। অথচ সরকারের মন্ত্রীরা এখনও জোর গলায় বলছেন চালের কোনো সঙ্কট নেই, এটা মানুষ্যকৃত সঙ্কট।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কী ভয়াবহ সঙ্কট সৃষ্টি হয়েছে। মিয়য়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে, আবার যেন তারা দেশে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক ও কূটনৈতিক ভবে চাপ সৃষ্টি করতে হবে। সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের প্রবেশ ও আশ্রয়ের জায়গা দেয়নি। সমগ্র বিশ্ব এখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছেন, মায়ানমার সরকারকে ধিক্কার দিচ্ছেন। তাই সরকারও এখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু সরকার এখন পর্যন্ত রোহিঙ্গাদের সেভাবে আশ্রয় ও প্রয়োজনীয় সুবিধা দিতে পারে নাই।

এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি মুন্সি বুজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক, তাহেরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন, আব্দুল্লাহ বাকী, মনিরুল আলম রাহিমী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, আক্তার হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র নেতা জসিম উদ্দিন প্রমুখ।

পরে ঠাকুরগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিউল এহসান রিপন/এফএ/জেআইএম

আরও পড়ুন