ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় আশ্রয়ন-২ প্রকল্পে পুনর্বাসিত লক্ষাধিক পরিবার

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

সারাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১ হাজার ৩৪৯টি প্রকল্পে ১ লাখ ৫ হাজার ৯১৩টি পরিবারকে আশ্রয় দিয়ে পুনর্বাসিত করা হয়েছে। এ সব প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৯০৮ কোটি টাকা।

এর মধ্যে ১৯৯৭ হতে ২০০২ সাল পর্যন্ত সময়ে বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্পে ৬১৫টি প্রকল্পে পুনর্বাসিত হয়েছে ৪৭ হাজার ২১০টি পরিবার যাতে ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। অপরদিকে ২০০২ সাল হতে ২০১০ সাল পর্যন্ত সময়ে বাস্তবায়িত আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৭৩৪টি প্রকল্পে পুনর্বাসিত পরিবারের সংখ্যা ৫৮ হাজার ৭০৩টি। যাতে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা।

বৃহস্পতিবার নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘আশ্রয়ন-২ প্রকল্প’ বাস্তবায়নকল্পে নওগাঁ জেলায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যপী এক কর্মশালায় এই তথ্য প্রদান করা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক সরকারের যুগ্ম সচিব আবুল কালাম শামসুদ্দিন। এতে প্রধান উপস্থাপক ও কর্মশালা সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক সরকারের উপ-সচিব মো. রবিউল আলম।

দিনব্যাপী কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প বাস্তায়ন কর্মকর্তাবৃন্দ, সমবায় অফিসারবৃন্দ ও যুব উন্নয়ন অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।

আব্বাস আলী/আরএআর/জেআইএম