ঝিনাইদহে ৪০৮ মন্দিরে চলছে শেষ প্রস্তুতি
ঝিনাইদহে দুর্গা পূজার প্রতিমা তৈরিতে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রং-তুলির আঁচড়ে প্রতিমাগুলোর নবরূপ দেখছে তাদের ভক্তরা।
প্রতিমা কারিগর প্রত্যুষ কুমার বলেন, মাকে সাজাতে হচ্ছে ভক্তদের কথা মাখায় রেখে। আর এ কাজে দিন রাত পরিশ্রম করে চলেছে কারিগররা, কেননা নির্ধারিত সময়ের মধ্যেই মন্দির কমিটির কাছে প্রতিমা বুঝিয়ে দিতে হবে। মন্দিরের প্রতিমা তৈরিতে প্রকার ভেদে ২৫ হাজার থেকে লাখ টাকার ঊর্ধ্বে নিচ্ছেন কারিগরা। তৈরি শেষ হওয়া মন্দিরগুলো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।
কারিগর পলাশ কুমার জানান, একেক জন কারিগর ৫ থেকে ৬টি মন্দিরের প্রতিমা তৈরি করছেন। এদিকে প্রতিমা তৈরি দেখতে ভীড় করছেন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশুরা।
জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস জানান, এবার জেলায় ৪০৮টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। মোট পূজা মণ্ডপের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৯১টি, হরিণাকুন্ডু এলাকায় ২৬টি, শৈলকুপা উপজেলায় ১১৪টি, মহেশপুর উপজেলায় ৩৬টি এবং কোটচাঁদপুর উপজেলায় ৪৬ ও কালীগঞ্জ উপজেলায় ৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব স্বারদীয় দুর্গা পূজা। তাই ঝিনাইদহে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। ইতোমধ্যেই প্রতিমা তৈরির ৯০ ভাগ কাজ শেষে হয়েছে।
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে ঘিরে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজায় সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জেলায় ৩ হাজার পুলিশ ও আনসার মোতায়েন করবো।
আহমেদ নাসিম অনসারী/এফএ/এমএস