বাল্যবিয়ে করতে এসে বর জেল হাজতে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মানিক বাজারের সুন্দ্রহবী গ্রামে বাল্যবিয়ের দায়ে জাহিদুল ইসলাম (২৩) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বি আটক জাহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাল্যবিবাহ হচ্ছে- এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বির নেতৃত্বে থানার পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী, মৌলভী ও কনে সহ কনের বাবা পালিয়ে যান। পরে বর জাহিদুল ইসলামকে আটক করে পুলিশ। জাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাঞ্চেশ্বরের দুল্লারপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, উপজেলার মানিক বাজারের তবারক আলীর বাড়িতে বাল্য বিয়ের আয়োজন করা হয়। এ সময় কনের বাড়ি থেকে বর জাহিদুল ইসলামকে আটক করা হয়।
রবিউল হাসান/এসএইচএস