ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেতাগীতে বিএনপির সমাবেশ ঘিয়ে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০২:২৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বরগুনার বেতাগীতে পৃথক দু'টি কর্মী সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার রাতে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু এ ধারা জারি করেন।

আজ সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, বালাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বেতাগীতে আগমন উপলক্ষে আজ সোমবার বেতাগী পৌর শহরের স্টেশন রোডের পৌর বিএনপির কার্যালয়ে ও মোকামিয়া ইউনিয়নের মাদরাসা বাজার মাঠে পৃথকভাবে উপজেলা বিএনটি ও পৌর বিএনপি দু'টি কর্মী সমাবেশের আয়োজন করে।

একই দলের দুটি সভাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ওই দুই এলাকায় দলবলে লোক চলাচলের পাশাপাশি যেকোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম

আরও পড়ুন