হত্যার পর হাতেনাতে আটক আসামির মৃত্যুদণ্ড
ঝিনাইদহে আবুল কাশেম ওরফে রিপন হত্যা মামলার প্রধান আসামি মতিয়ার রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার সকালে আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিয়ার রহমান সদরের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত এজাহার জোয়ার্দ্দারের ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে জেলা শহরের শের এ বাংলা সড়কের সাতভাই কুদ্দুস মার্কেটের সামনে আবুল কাশেম ওরফে রিপন হেঁটে যাচ্ছিলেন। এসময় পূর্বশত্রুতার জের ধরে আসামি মতিয়ার রহমান, আহাদ আলী ও অপরিচিত ৪/৫ জন সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে পালানোর সময় টহলরত পুলিশ মতিয়ারকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা খাতুন এ্যানি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম প্রধান আসামি মতিয়ার রহমানকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অন্য দুই আসামিকে খালাশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তুষার কান্তি রায় ও আনোয়ার হোসেন।
আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম