ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে ছিটমহলবাসীর আনন্দ র‌্যালি

প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৭ জুন ২০১৫

স্থল চুক্তি বিনিময় চূড়ান্ত হওয়ায় আনন্দ র‌্যালি করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১৩৫ ও ১৩৬ উত্তর গোতামারী ছিটমহলবাসী। বুধবার বিকালে উপজেলার উওর গোতামারী ছিটমহল থেকে এ আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে হাতীবান্ধা উপজেলা ডাকবাংলা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ-ভারত ছিটমহল সমন্বয় কমিটি ইউনিটের সভাপতি মইনুল হক, বিশেষ অতিথি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান, হাতীবান্ধা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, আজিজুল ইসলাম প্রমুখ।

রবিউল হাসান/এআরএ/আরআই