ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে প্রতিদিন রোপিত হচ্ছে হাজার হাজার তাল বীজ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৪ অক্টোবর ২০১৭

পরিবেশবিদদের ধারণা দিন দিন বড় ও উঁচু গাছের সংখ্যা কমতে থাকায় বৃদ্ধি পাচ্ছে বজ্রপাতে হতাহতের সংখ্যা। সে লক্ষ্যেই রাজবাড়ীর প্রতিটি উপজেলায় কাঁচা-পাকা সড়কের দু’পাশে রোপন করা হচ্ছে প্রতিদিন হাজার হাজার তালের বীজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এমন উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। যা বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সিআইজির সদস্যরা। আর তাল বীজ রোপনে তেমন কোনো পরিচর্জা ও খরচ করতে হয় না বলে বেশি বেশি রোপন করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ২ হাজার করে তালের বীজ রোপন করার কথা থাকলেও সবার উৎসাহে প্রতিটি ইউনিয়নে দু'হাজারের বেশি তালের বীজ রোপন করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সিআইজির সদস্যরা।

এদিকে বজ্র নিরোধক হিসেবে এ তালের বীজ সবচেয়ে বেশি রোপন করা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলায়। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ৪৫ হাজার তালের বীজ রোপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে।

জেলা প্রশাসনের এক পরিসংখ্যান অনুযায়ী, গত ৩ বছরে রাজবাড়ীতে বজ্রপাতে মারা গেছে ১৩ জন।

tal

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, বজ্র নিরোধকের জন্য জেলার ৫টি উপজেলায় ২ হাজার করে মোট ১০ হাজার তালের বীজ রোপন করার কথা থাকলেও রোপন করা হচ্ছে কয়েকগুন, যা এখনও অব্যাহত রয়েছে।

শহীদওহাবপুর ইউনিয়ন সিআইজি কমিটির সভাপতি আব্দর রহমান খান মনো বলেন, তারা বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে সদর উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তাদের ইউনিয়নের রাস্তার পাশে তালের বীজ রোপন করছেন। তালের বীজ রোপন করতে সবাই সহযোগিতা করছেন। এখন পর্যন্ত তারা প্রায় ৫ হাজারের অধিক তালের বীজ রোপন করেছেন এবং আরও করবেন।

সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিব উদ্দিন বলেন, আগে বড় বড় অনেক গাছ ছিল, যা বিদ্যুৎ চমকালে বা বজ্রপাত হলে শোষণ করে নিত এবং মানুষ বজ্রপাতের হাত থেকে রক্ষা পেত। কিন্তু এখন উঁচু গাছ যেমন তাল, খেজুর ,নারকেল এসব জাতীয় গাছের সংখ্যা কমে যাওয়ায় দেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ৪৫ হাজার তালের বীজ রোপনের কর্মসূচি গ্রহণ করেছে। যার আলোকে প্রতিটি ইউনিয়নে তালের বীজ রোপন করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর ঘোষিত বজ্র নিরোধক তাল গাছের কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে।

রুবেলুর রহমান/এফএ/আইআই

আরও পড়ুন