ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৫ অক্টোবর ২০১৭

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পারভেজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, সকালে ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ১৩ জন আহত হন । স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে পারভেজ চিকিৎস্যাধীন অবস্থায় মারা যান।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম