দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রাজৈরের যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুর জেলার রাজৈরের সোহেল শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত সোহেল শেখ উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারী গ্রামের সেকেন শেখের বড় ছেলে।
দক্ষিণ আফ্রিকার প্রবাসী নিহতের ছোট ভাই রুবেল শেখ জানায়, জীবিকার জন্য প্রায় সাত বছর আগে বড় ভাই সোহেল শেখ দক্ষিণ আফ্রিকায় আসেন। সোহেল শেখ আমটাটা নামক শহরে একটি মুদির দোকানী ছিলেন। তিনি ওই শহরের একটা ভাড়া বাসায় থাকতেন।
গত ১৫ জুন রাত ১২টার দিকে এক দল সন্ত্রাসী সোহেলের ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। এ সময় তারা ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর বুধবার রাতে বাংলাদেশে মরদেহ পৌঁছায়। বৃহস্পতিবার সকালে মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়।
নিহতের বাবা সেকেন শেখ বলেন, ছেলে বিদেশে গিয়েছিলো অর্থ-উপার্জন করে সংসারের সব দুঃখ দুর করবে। কিন্তু ওই দেশের সন্ত্রাসীর তা হতে দিলোনা।
একেএম নাসিরুল হক/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি