বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আদাবাড়ি ধামালিয়া বাজারসংলগ্ন ২০০ ফুট ব্রিজ বাল্কহেডের (বলগেট) ধাক্কায় ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত শিক্ষার্থীসহ হাজারো দিন।
গত বৃহস্পতিবার দুপুরে বাহাদুর কাদির-১ নামের বাল্কহেডের ধাক্কায় পোড়াগঙ্গা নদীর উপর নির্মিত পাকা ব্রিজটির মাঝামাঝি অংশ ভেঙে যায়। এসময় বাল্কহেডটির উপরে ব্রিজটি ভেঙে পড়লে নদী পথে নৌযান ও সড়ক পথে সকল যানবাহনসহ জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ২০০ ফুট ব্রিজটির প্রায় ১০০ ফুট ভেঙে যাওয়ায় উপজেলার প্রায় ১০টি প্রাথমিক বিদ্যালয় ও মাস্টার আব্দুর রহমান একাডেমি উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র সড়কটি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় দুই দিন যাবৎ চলাচলে চরম বিপত্তিতে পড়েছে স্থানীয়রা।
মধ্যপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী করিম শেখ জানান, লৌহজং ও সিরাজদিখান উপজেলার বেশকয়েকটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল পোড়াগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজটি। বৃহস্পতিবার জৈনসার এলাকা থেকে বাল্কহেডটি বালু আনলোড করে শুবচনী বাজারের উদ্দেশে যাওয়ার পথে ব্রিজটির মাঝখানের পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে পূর্বে ক্ষতিগ্রস্ত পিলারটি ভেঙে ব্রিজটি হেলে পড়ে বাল্কহেডের উপর। এসময় বাল্কহেডটি ডুবে গিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সড়ক পথে জনসাধারণের চলাচলও।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ