কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত
গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হারিজের জমিতে থাকা নূর চাঁনের একটি বসতঘর দীর্ঘদিন যাবৎ সরিয়ে নেওয়ার কথা থাকলেও তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নূর চাঁন (৪৮) এবং তার পুত্র কাউছার (২৫) ও আমিনসহ (২২) অজ্ঞাত আরো ৩/৪ জনের একটি দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হারিজ ও তার দুই পুত্র মিজান (৩০) এবং শহিদুলের (২২) উপর হামলা চালায়।
হামলায় হারিজ ও তার দুই ছেলে গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে।
আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি