বান্দরবানে মিয়ানমারের নাগরিক আটক
প্রতীকী ছবি
বান্দরবানের লামায় হ্লাথোয়াইন মার্মা নামে এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার রাতে উপজেলার সরই ইউনিয়নের কম্পনিয়া এলাকার রেথোয়াই পাড়া থেকে তাকে আটক করে সেনাবাহিনী। শনিবার লামা থানায় পাঠানো হলে আদালতের মাধ্যমে তাকে বান্দরবান কারাগারে পাঠানো হয়।
হ্লাথোয়াইন মার্মা মিয়ানমারের রাখাইন প্রদেশের চিথুই জেলার খগডুকু গ্রামের বাসিন্দা মংথেনু মার্মার ছেলে।
স্থানীয়রা জানান, গত পাঁচ বছর ধরে হ্লাথোয়াইন মার্মা রেথোয়াই পাড়া বৌদ্ধ বিহারে ভান্তে পরিচয়ে বসবাস করে আসছিল। একই সঙ্গে সে এলাকায় স্থানীয় রেথোয়াই কারবারীর ছেলে পরিচয় দিচ্ছিল। ওই পরিচয়ে সে সম্প্রতি ভোটার হালনাগাদের সময় অবৈধভাবে ভোটার হওয়ার চেষ্টা করলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভোটার হতে পারেনি।
এদিকে দীর্ঘদিন ধরে হ্লাথোয়াইন মার্মা কম্পনিয়া এলাকার রেথোয়াই পাড়া বৌদ্ধ বিহারে ভান্তে পরিচয়ে অবৈধভাবে বসবাস করে আসছে এমন সংবাদের ভিত্তিতে চাম্পাতলী ক্যাম্পের সেনা সদস্যরা শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে তাকে শনিবার লামা থানায় পাঠানো হয় ।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বৈধ কোনো কাগজপত্র ব্যাতিত বাংলাদেশে অনুপ্রবেশ ও অবস্থান করার অভিযোগে আটক হ্লাথোয়াইনের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা করা হয়েছে।
সৈকত দাশ/আরএআর/জেআইএম