ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে মাদকসেবীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৮ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জের সলঙ্গায় আবুল হাসেম (৩৮) নামে এক মাদকসেবীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্বপন (৩২) নামের এক হোটেল কর্মচারীকে আটক করেছে।

শনিবার রাত ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হাসেম (৩৮) সলঙ্গা থানার চড়িয়া শিকার গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত আবুল হাসেম এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। রাধানগরের ওই পরিত্যক্ত বাড়িতে সে নিয়মিত মাদক সেবন করতো। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় গেঞ্জি দিয়ে পেঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে আহত করার পর গেঞ্জি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একটি হোটেলে কর্মচারী রংপুর জেলার বাসিন্দা স্বপনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

আরও পড়ুন