ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:১৩ এএম, ০৮ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে ভাতিজা মাসুমের ছুরিকাঘাতে আহত চাচা আব্দুল হালিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হালিম সদর উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী গ্রামের খোদাবক্স আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, গত ৭ সেপ্টেম্বর গাছ থেকে লেবু পেড়ে খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই আব্দুল মজিদের সঙ্গে বাগবিতণ্ডা হয় আব্দুল হালিমের।

একপর্যায়ে আব্দুল মজিদের ছেলে মাসুম চাচা হালিমকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা হালিমকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢামেকে নেয়া হয়। সেখানে এক মাস চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি মারা যান।

এসআই তরিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই