ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মঠবাড়িয়ায় ওসির ওপর হামলা, ১৩ জন কারাগারে

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৯ অক্টোবর ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী লঞ্চঘাটে শনিবার সন্ধ্যায় শ্রমিকলীগ অফিস ও দোকান ভাঙচুর চলাকালে হাবিব হত্যা মামলার আসামি পক্ষের সহযোগীদের হামলায় মঠবাড়িয়া থানা পুলিশের ওসির ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রোববার বিকেলে থানায় মামলা হয়েছে।

আহত থানা পুলিশের ওসি কেএম তারিকুল ইসলাম বাদী হয়ে ৩৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে এ মামলা করেন। এ ঘটনায় ১৩ জন কারাগারে পাঠিয়েছে পুলিশ।

হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশ শনি ও রোববার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকে তুষখালী লঞ্চঘাট ও বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সুমন (৩৫), ইসাহাক বয়াতী (৩৩), নাজমুল হোসেন (২২), ইদ্রিস বয়াতী (২৮), রুবেল মিয়া (২৫), রুবেল আকন (২৬), জুবায়ের (২৮), মনির মাতুব্বর (৪০), ইসমাইল (২৩), নজরুল (৩৬), মনির হাওলাদার (২৮), চন্দন মিত্র (২৮) ও হরিণ পালার মিলন (২৫) এদের অধিকাংশের বাড়ি পাশের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা ও গোলবুনিয়া গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি উদয়তাঁরা বুড়িরচর গ্রামের চাঞ্চল্যকর বিএনপি নেতা হাবিব তালুকদার হত্যা মামলার আসামি হিমু তালুকদারের মেয়ে ডা. তানিয়া ও জামাতা ব্যবসায়ী সলিম পঞ্চায়েতের সঙ্গে শনিবার স্থানীয় তুষখালী লঞ্চঘাট এলাকায় নিহত হাবিবের ছেলে প্রবাসী মানিকের বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানা পুলিশ খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল লঞ্চঘাটে গেলে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষ হরিণপালা গ্রামের মৃত শাহ আলমের ছেলে সুমনের নেতৃত্বে ৬০/৭০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় শ্রমিকলীগ অফিস ও নিহত হাবিবের স্বজনদের চারটি দোকান ভাঙচুর করে।

এ সময় থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে প্রতিপক্ষরা গ্রেফতার দুইজনকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি কেএম তারিকুল ইসলাম আহত হন।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তাকে আহত ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

হাসান মামুন/এএম/আইআই