ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ৮ জুয়াড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া বাজারস্থ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সেরাজ (৪৮), বেল্লাল (৪৫), রাজু মন্ডল (৬০), নান্নু (৩৮), আব্দুল জলিল (৪০), জয়নাল শেখ (৪৫), করিম শেখ (৩৫), সিদ্দিক (২৮)। এরা সবাই ডায়া গ্রামের বাসিন্দা।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, দীর্ঘদিন ধরে উপজেলার হাবিবুল্লাহগর ইউনিয়নের ডায়া বাজারস্থ খোকন মাস্টারের বাড়িতে জুয়া খেলা চলতো।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম