বাগেরহাটে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ৪৯
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে মাহামুদ হাসান নামের এক জামায়াতকর্মী ও সেকেন্দার আলী শেখ, দেলোয়ার হোসেন শেখ নামের দুই বিএনপি কর্মী রয়েছেন। এদের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামে।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি জেলা বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম ও সদর থানা বিএনপির নেতা ইদ্রিস আলীসহ মোট ৮ জনকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৪৯ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
শওকত আলী বাবু/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা
- ২ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ৩ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৪ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৫ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা