বড় ভাই হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানায় বড় ভাই শামছুল আলম হত্যা মামলায় আকতার হোসেন নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে সলঙ্গা থানার রয়হাটি নিজ বাড়ি থেকে আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকতার সলঙ্গার রয়হাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও ঘুড়কা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য।
বিষয়টি নিশ্চিত সলঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ শিকদার বলেন, ইউপি সদস্য আকতার হোসেন তার বড় ভাই শামছুল আলম হত্যা মামলার প্রধান আসামি। সম্প্রতি তিনি ওই হত্যা মামলা থেকে জামিনে বের হয়ে আর আদালতে হাজিরা দেননি।
এতে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি