পঞ্চগড়ে ছাত্রদল সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মী আটক
পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ চার নেতাকর্মীকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের তেঁতুলিয়া রোড থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শেরে বাংলা মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি মামলার গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা ছাত্রদল এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় পৌঁছালে মারমুখী হয়ে উঠে পুলিশ। তারা মিছিলে লাাঠিচার্জ শুরু করে। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিককে আটক করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ডাবলু, সদস্য মো. রুবেল এবং ছোট কাননকে আটক করে পুলিশ।
জেলা ছাত্রদল সভাপতি আব্দুল কাদের মাসুম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ একটি মিছিল বের করে ছাত্রদল। আমরা শহরের শেরে বাংলা মোড় পৌঁছালে কোনো কারণ ছাড়াই মিছিলে লাঠিচার্জ ও মারপিট শুরু করে পুলিশ।
তবে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, মিছিলটি শান্তিপূর্ণ ছিল না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা এবং নাশকতা চেষ্টার অফিযোগে চারজনকে আটক করা হয়েছে।
সফিকুল আলম/এএম/এমএস