ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবদল নেতাসহ ১৫ জন কারাগারে

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১০:০২ এএম, ১১ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরে নাশকতার আশঙ্কায় সদর থানা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণসহ ১৫ নেতাকর্মীকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে পৌরসভার পুরাতন আদালত এলাকার একটি দোকান থেকে ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।

আটকরা হলেন- সদর থানা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু, যুবদল নেতা শামসুল আলম মামুন, জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হোসেন আহম্মদ, আলাউদ্দিন, ছাত্রদল নেতা সবুজ ও ফিরোজসহ ১৫ নেতাকর্মী।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য দলের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তারা সবাই নিরাপরাধ। তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। দ্রুত তাদের মুক্তি দাবি করছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

কাজল কায়েস/আরএআর/জেআইএম