ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজদিখানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ১০:৩৯ এএম, ১১ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চোরমর্দন এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের বাসচালক স্বপন (৩৫), টেঙ্গুরিয়াপাড়া গ্রামের সালমা (৩৫) ও ধানিয়াপাড়া গ্রামের গীতা পাল (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, এস এস পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে টঙ্গীবাড়ি যাওয়ার পথে অন্য একটি গাড়িকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশের সহযোগিতায় পুকুরে পড়ে যাওয়া অর্ধ নিমজ্জিত বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এছাড়া চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফায়ার সার্ভিসের দেয়া শেষ তথ্য মতে বাসের ভেতর আর কোনো যাত্রী নেই। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনুভা জানান, এ ঘটনায় তিনজন মারা গেছেন এবং গুরুতর আহত অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস