ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গলে ছেয়ে গেছে আবাইপুরের গণকবর

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৪ অক্টোবর ২০১৭

আজ ১৪ অক্টোবর আবাইপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালে এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকবাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে মুক্তিযোদ্ধাসহ ৪১ জন শহীদ হন। দিনটি আবাইপুর ট্র্যাজেডি দিবস হিসেবে পালিত হলেও আজও অবহেলিত গণকবরগুলো। ঝোপঝাড় আর জঙ্গলে ছেয়ে গেছে গণকবরগুলো। কবরগুলো চি‎হ্নিত করতেও এখন হিমশিম খায় এলাকাবাসী। নতুন প্রজন্ম ভুলতে বসেছে এই এলাকার মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও রক্তাক্ত ইতিহাসের কথা।

এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের অক্টোবর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। মুক্তিযুদ্ধের ৯ মাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলাজুড়ে ছিল মুক্তিযোদ্ধাদের দাপট। শৈলকুপার আবাইপুর এলাকায় ছিল মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি।

১৩ অক্টোবর দুপুরে মুক্তিযোদ্ধারা খবর পান পাক বাহিনী পাশের জেলা মাগুরার শ্রীপুর উপজেলার খামার পাড়া বাজারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাদের গতি শৈলকুপা অভিমুখে। এমন খবরে ১২৫ জনের একদল মুক্তিযোদ্ধা আবাইপুরে তাদের প্রতিহত করার পরিকল্পনা করে।

নেতৃত্বে ছিলেন এয়ারম্যান মুজিবর রহমান। তার নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতা ও গোলাম রইচ তিনভাগে বিভক্ত হয়ে সহযোদ্ধাদের নিয়ে বাংকার খুঁড়ে অবস্থান নেন। কিন্তু এ খবর পাক সেনাদের স্থানীয় চরেরা তাদের কাছে পৌঁছে দেয়।

Jhenidah-Abaipur

১৪ অক্টোবর ভোর রাতে পাক সেনা ও রাজাকাররা পেছন থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে সাঁড়াশি অভিযান শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা জবাব দেয়। আধাঘণ্টা ধরে এ যুদ্ধ চলে। পাক বাহিনীর ভারি অস্ত্রের মুখে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা পিছু হঠে। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীসহ ৪১ জন শহীদ হন।

পাকহানাদাররা স্থান ত্যাগ করার পর স্থানীয় মানুষেরা তাদের মরদেহগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের পাশে এবং পানি উন্নয়ন বোর্ডে পাশে ও খালের ধারে গণকরব দেয়। স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেলেও শহীদদের গণকবরগুলো সংরক্ষণ করা হয়নি।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন জানান, এবারও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন সহযোগিতা করলে এবছরই গণকবরগুলো সংরক্ষণের কাজ শুরু করা হবে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

আরও পড়ুন