মুন্সীগঞ্জে ৫০ জেলের কারাদণ্ড
ফাইল ছবি
মুন্সীগঞ্জ সীমানাধীন বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫০৫ কেজি মা ইলিশ ও ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় ৫০ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদরের মেঘনা, লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিয়ুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে মুন্সীগঞ্জের পদ্মা নদী থেকে ৫০ জেলেকে আটক করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন প্রত্যেককে ৭ দিনর কারাদণ্ড প্রদান করেন। এসময় তাদের কাছ থেকে ৪৫০ কেজি মা ইলিশ ও ২ লাখ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
তিনি জানান আরও জানান, শ্রীনগর উপজেলার পদ্মা নদী থেকে ৫ লাখ ২ হাজার মিটার কারেন্ট জাল ৪০ কেজি মা-ইলিশ এবং মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদী থেকে ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি মাছগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ