ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার আত্মহত্যা

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৬ অক্টোবর ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় লিমা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছের পুলিশ।

নিহত লিমা উপজেলার সেনের টিকিকাটা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী প্রেমিক রাসেলের বাড়ির সামনে গিয়ে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন লিমা। এ সময় পথচারীরা মেয়েটির বাড়িতে খবর দিলে স্বজনরা এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

হাসান মামুন/আরএআর/আইআই