ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ আটক ৫

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৭ অক্টোবর ২০১৭

ঝিনাইদহে পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে কবির হোসেন, নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখড়া-গোপালপুর গ্রামের শ্রী অরুন মন্ডলের ছেলে অনুপ মন্ডল ও দুধসর ইউনিয়নের কচুয়া-মলমলি গ্রামের মৃত ননী গোপাল বিশ্বাসের ছেলে শ্রী লিটন বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুপুরে কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটরসাইকেল, পাঞ্চ ম্যাশিন, চাইনিজ কুড়াল, ৩টি তরবারি ও ৩টি ঢালসহ তাদের আটক করা হয়।

এদিকে ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাপপুর বাগমারা ব্রিজ এলাকা থেকে সেলিম হোসেন (২২) ও স্বাধীন হোসেন (২০) নামের দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় একটি চাকু ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস