ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নির্যাতিতা গৃহবধূ ববিতার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২২ জুন ২০১৫

নড়াইলের নির্যাতিতা গৃহবধূ ববিতা খানম তার এবং পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার ববিতার বাবার বাড়ি লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববিতা বলেন, গত ৩০ এপ্রিল আমার শ্বশুরবাড়ি শালবরাত গ্রামে গাছে বেঁধে আমার ওপর নির্মম নির্যাতন করা হয়। আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি, ভাসুরসহ এলাকার মাতবর আজিজুর রহমান আরজু গাছে বেঁধে আমাকে লাঠিপেটা করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনার মূল হোতা লোহাগড়ার পদ্মবিলা গ্রামের আজিজুর রহমান আরজু আদালতে আত্মসমর্পণ করেন।

গত ২ জুন আদালতে স্থায়ী জামিন পেয়ে আমাকে এবং আমার বাবা, মা, ভাইসহ পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছেন। এতে করে আমি এবং আমার পরিবার নিরাপত্তা ও মামলার ন্যায় বিচার নিয়ে শঙ্কিত আছি। আরজু এবং আসামি পক্ষের লোকজন আমার পরিবারের ওপর আবারও হামলা চালাতে পারেন বলে আশঙ্কা করছি।

এ ঘটনায় কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন খানের ছেলে মনিরুজ্জামান সেন্টুও নানাভাবে হুমকি দিচ্ছেন। এর আগে মনিরুজ্জামান সেন্টু আমার ভাই হাদিউজ্জামানকে মোবাইল ফোনে নানা ধরণের হুমকি দেন।

এছাড়া আসামি পক্ষের লোকজন এলাকার চায়ের দোকানসহ পথে ঘাটে বলে বেড়াচ্ছেন, এ মামলায় প্রধান আসামিসহ অভিযুক্তদের কিছুই হবে না। তখন আমাকে এবং আমার পরিবারকে দেখে নেওয়া হবে। আমি ন্যায় বিচার পেতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। এ ব্যাপারে সাংবাদিকসহ সুধীজনের সহযোগিতা কামনা করেন ববিতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ববিতার বাবা ইসমাইল মোল্লা, মা খাদিজা বেগম, ভাই হাদিউজ্জামান, ভাবি জলি বেগমসহ পরিবারের সদস্যরা।

উল্লে­খ্য, গত ৩০ এপ্রিল সকালে গৃহবধূ ববিতা খানমের শ্বশুরবাড়ির লোকজন শালবরাত গ্রামে গাছের সঙ্গে বেঁধে তার ওপর বেধড়ক লাঠিপেটা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ববিতার স্বামী শফিকুল শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়িসহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়। আসামিরা বর্তমানে জেল-হাজতে আছেন।

হাফিজুল নিলু/এমজেড/আরআইপি