জেলেদের হামলায় ৩ মৎস্য কর্মকর্তা আহত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সীমানাধীন পদ্মা নদীতে অবৈধ ইলিশ নিধন বন্ধের অভিযান পরিচালনারকালে জেলেদের হামলায় আহত হয়েছেন উপজেলা মৎস্য অধিদফতরের ৩ কর্মকর্তা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জেলেদের হামলায় আহত ৩ কর্মকর্তারা হলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার ও সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা।
সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, ভোর তিনটার দিকে পদ্মা নদীতে ট্রলার ও স্পিডবোটে করে মাওয়া কোস্টগার্ড ও লৌহজংয়ের পুলিশ সদস্যদের নিয়ে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা অভিযান শুরু করেন। এসময় পদ্মা নদীতে জেলেদের উপস্থিতি টের পাই। ইলিশ ও জেলেদের আটক করার প্রস্তুতিকালে আশেপাশ থেকে শতাধিক জেলে চড়াও হতে থাকে। এক পর্যায়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মাথায় আঘাত করে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় আমিসহ সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা পায়ে ও পিঠে আঘাতপ্রাপ্ত হই।
তিনি আরো জানান, ঘটনা উত্তপ্ত হতে থাকলে পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। তখন হামলাকারীরা পিছনে চলে যায়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শরোজিৎ কুমার ঘোষ জানান, এই ঘটনায় লৌহজং থানা পুলিশ ৮ রাউন্ড এবং মাওয়া নৌ-পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিতে কোনো হতাহত হয়নি।
এদিকে আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে মৎস্য বিভাগের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আহতদের দেখতে আসেন এবং খোঁজখবর নেন।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান