ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আটক ৩

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১১:১২ এএম, ১৮ অক্টোবর ২০১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার জয়নগর-ঈশ্বরচন্দ্রপুর কানকাটা ব্রিজের কাছ থেকে ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন- হেলাল (৩৫), মাহাবুল (২৭) ও টিপু সুলতান (৩৬)। বুধবার ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক হেলাল উপজেলার জয়নগর গ্রামের কালু মিয়ার ছেলে, মাহাবুল একই গ্রামের জিলুর ছেলে ও টিপু সুলতান ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, বুধবার ভোরে বিজিবির একটি বিশেষ দল দর্শনা জয়নগর সীমান্ত ও ঈশ্বরচন্দ্রপুর কানকাটা ব্রিজের কাছ থেকে ১৩৫ বোতল ফেনসিডিলসহ হেলাল, মাহাবুল ও টিপু সুলতানকে আটক করে। আটকদের বুধবার দুপুর ১টার দিকে ফেনসিডিলসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম