বর্ষণে বগুড়ায় ১৪ হাজার হেক্টর জমির ফসলহানি
সাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত দুদিনের ভারী বর্ষণ ও দমকা বাতাসে বগুড়ায় আমন ধানের ক্ষেত ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাব মতে নিম্নচাপের প্রভাবে সারাদেশের মতো বগুড়াতেও একটানা বৃষ্টি দমকা ঝড়ো হাওয়ায় প্রায় ১৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।
জানা গেছে, সাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বগুড়া জেলার ১২টি উপজেলার ওপর দিয়ে শুক্র ও শনিবার দিনভর ভারী বর্ষণ ও দমকা ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে করে কৃষকের সব স্বপ্ন মাটি হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে এক মুঠো আমন ধানও ঘরে তুলতে পারবে না তারা। এমন শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন বগুড়ার কৃষকেরা।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, নিম্নচাপের প্রভাবে গত দুই দিনে বগুড়ায় ২২৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অতুল কুমার দাস জানান, নিম্নচাপের প্রভাবে দুইদিনের বৃষ্টিপাতে মোট ১৩ হাজার ৯২৬ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে ১৩ হাজার ১০০ হেক্টর জমির রোপা আমন, ৬২০ হেক্টরের সবজি, ১৬৩ হেক্টরের মরিচ, পেঁপে ১০৯ হেক্টর এবং ২৪ হেক্টর জমির কলা ক্ষতি হয়েছে।
ধুনট উপজেলার শ্যামগাতি গ্রামের কৃষক আনিছুর রহমান, কোরবান আলী, নবীর উদ্দিনসহ অনেকে জানান, অতিবৃষ্টি আর দমকা বাতাসে ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। ফলে আশানুরুপ ফলন হবে না।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ক্ষেতের ধান গাছ হেলে পড়ে থাকলে কিছুটা ক্ষতি তো হবেই। বিশেষ করে যেসব ধানের শীষ অপরিপক্ষ রয়েছে, সেগুলোর ক্ষতি হবে। তবে বৈরী আবহাওয়ায় সব চেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে বিভিন্ন জাতের সবজি ক্ষেতের।
লিমন বাসার/এমএএস/আরআইপি