ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ১০:১৭ এএম, ২৫ অক্টোবর ২০১৭

সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিকবৃন্দ ও সুধীসমাজের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাকিল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌস, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি এসএম জসিম উদ্দীন, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান।

বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজার জেলার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

মো. রবিউল এহসান রিপন/এএম/এমএস