দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া পৌর কাঁচাবাজারের অদূরে বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় আবু জাফর প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার মাসিন্দা গ্রামের মৃত আলীমুদ্দিন প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু জাফর দুপচাঁচিয়া থেকে বাই সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নওগাঁগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে একই ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।
দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএম/এমএস