ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৩৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের এরফান আলীর ছেলে মো. রবু (৩৭) ও বিনোদপুর গ্রামের জবদুল হকের ছেলে মো. জেনারুল ইসলাম (২৭)।

চাঁপাইনাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম আবুল এহসান বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামে একটি অটোরিকশায় অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারের মধ্যে অভিনব কায়দায় পাচার করার সময় ২৪৫ বোতল ফেনসিডিলসহ রবুকে আটক করে বিজিবি।

এছাড়া পারচৌকা মাঠ থেকে মালিকবিহীন ৩৫০ বোতল ও রাঘববাটি মাঠ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে মহানন্দা সেতুর বিজিবি চেক পোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডলসহ জেনারুলকে আটক করা হয়।

মোহা. আব্দুলাহ/এএম/জেআইএম