বাগেরহাটে বাসচাপায় দুই ব্যবসায়ী নিহত
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের পিযুস দাস (৫০) ও একই উপজেলার মাসকাটা গ্রামের খোরশেদ মোল্লা (৪৮)। নিহতরা সুপারী ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
ফকিরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে শুকদাড়া এলাকার বাইপাস দিয়ে মোটরসাইকেল নিয়ে ওই দুই ব্যবসায়ী মহাসড়কে ওঠেন। এ সময় খুলনা-মংলা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পিযুস দাস (৫০) নিহত হন। অপর ব্যবসায়ী খোরশেদ মোল্লাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার দুপুরে তিনিও মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি।
শওকত বাবু/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা
- ২ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ৩ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৪ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৫ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা