লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত মো. খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খোরশেদ কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের চরমার্টিন এলাকার মৃত আবদুল মুনাফের ছেলে। তিনি দক্ষিণ চর কালকিনি হাজী ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
কমলনগর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান জানান, শুক্রবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়ার বেড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মালবাহী পিকআপভ্যান ধাক্কা দিলে তিনি আহত হন। আহত শিক্ষককে সদর হাসপাতালে নিলে চিকিৎসকদের পরামর্শে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাজল কায়েস/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক