কুড়িগ্রামে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালন
‘নির্যাতন বন্ধ কর’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকালে কুড়িগ্রামে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়। অধিকার কুড়িগ্রামের উদ্যোগে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধন করে।
পরে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক সফি খান। অধিকার কুড়িগ্রাম এর সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেমা কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সূর্য্য, দৈনিক সকালের কাগজ এর সম্পাদক মাহফুজার রহমান টিউটর, দৈনিক জাগোবাহের সম্পাদক রেজাউল করিম রেজা, মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, যমুনা টিভির প্রতিনিধি জিয়াউল আলম জুয়েল, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আলমগীর কবীর বাবলু, স্থানীয় এনজিও পাশ এর ম্যানেজার মোস্তাক আহমেদ বুলেট প্রমুখ।
নাজমুল হোসেন/এমজেড/এমএস