বগুড়ায় পুলিশ কনস্টেবল নিহত
ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) নামে এক পুলিশ কসস্টেবল নিহত হয়েছেন। তার কনস্টেবল নম্বর- ২০৪।
বেলালের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। তিনি শেরপুর থানায় কর্মরত ছিলেন। শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, কনস্টেবল বেলাল হোসেন সকালে বগুড়া শহর থেকে মোটরসাইকেল যোগে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে কর্মস্থল শেরপুর থানার উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে ওই উপজেলা পরিষদের সামনে পৌঁছলে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লিমন বাসার/এমএএস/জেআইএম